ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি?

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি? (What is freelancing or outsourcing)


ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং হলো একটি মুক্ত পেশা ব্যাপক অর্থে বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ের এমন একটি জনপ্রিয় পেশা যা একজন ব্যক্তি ঘরে বসে তার হাতে থাকা ল্যাপটপ,ডেস্কটপ এবং কি মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো  ব্রান্ড বা কোম্পানির হয়ে কাজ করে থাকে তাকেই ফ্রিল্যান্সিং বলা হয়


কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব? (How do I start freelancing)

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবেফ্রিল্যান্সিং শেখার জন্য অবশ্যই আপনার দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছাশক্তি থাকার প্রয়োজন আছে


এখন মূলত বলা যায় আপনি কি ভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

ফ্রিল্যান্সিং শেখার জন্য অথবা শুরু করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম একটি নির্দিষ্ট দক্ষতা তৈরি করতে হবে। যেমন (গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট) ইত্যাদি


গ্রাফিক্স ডিজাইন কি? (What is graphic design)


গ্রাফিক্স ডিজাইন হল কোন একটি সৃজনশীল ধারণাকে বা সৃজনশীল চিন্তা ভাবনা কে নকশাতে রূপান্তরিত করা যেমন  লেখা থেকে ছবি এবং যেকোন তথ্যকে ছবিতে রূপান্তর করা


ডিজিটাল মার্কেটিং কি? (What is digital marketing)


ডিজিটাল মার্কেটিং হল অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন,, সোশ্যাল মিডিয়া, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মাধ্যমে যে কোন ধরনের পণ্য বা সেবা প্রচার করা



ভিডিও এডিটিং কি? (What is video editing)


ভিডিও এডিটিং হল অনেক ধরনের সফটওয়্যার বা টুলস ব্যবহার করে যে কোন ভিডিও বা ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। সফটওয়্যার গুলো হল (Adobe,, Cap Cut, Canva) ইত্যাদি