বর্তমান সময়ের জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো কি কি? জেনে নিন

বর্তমান সময়ের  জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো কি কি? জেনে নিন ! (What are the popular freelancing websites of today? Find out)




সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করার ফলে আমরা অনেক সময় অনলাইনে ক্যারিয়ার তৈরি করার স্বপ্ন দেখে থাকি বা অনেকের সফলতার গল্প দেখে থাকি। এর ফলে শুরু হয়ে যায় আমাদের অনলাইন ক্যারিয়ার তৈরির প্রচেষ্টা। 



অনলাইনে ক্যারিয়ার তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অনলাইন ক্যারিয়ার তৈরির মাধ্যম গুলো স্পষ্ট ভাবে জানতে হয়। এরপর যেকোনো একটি দক্ষতায় পারদর্শী হতে হয়। তারপর শুরু হয়ে যায় অনলাইনে জব বা কাজ পাওয়ার প্রতিযোগিতা।  তাই অনলাইনে ক্যারিয়ার বা অনলাইনে জব পাওয়ার জন্য কিংবা ফ্রিল্যান্সিং করার জন্য বর্তমান সময়ের কয়েকটি জনপ্রিয়  ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের নাম নিচে বর্ণনা করা হলো । 






বর্তমান সময়ের  জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো



1. Fiverr


2. Upwork


3. Freelancer.com


4. People Per Hour


5. Clicker Paid


6. Toptal


7. Simply Hired


8. Guru






বর্তমান সময়ের  জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো হলো 



লেখাপড়া শেষ করে যেরকম আমাদের চাকরির জন্য বিভিন্ন অফিসে যেতে হয় ঠিক তেমনি ফ্রিল্যান্সিং শেখার পর বা অনলাইনে ক্যারিয়ার তৈরি করার জন্য আমাদের অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে কাজ খুঁজতে হয়। নিচে বর্তমান সময়ে জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের বিবরণ দেওয়া হলো:




ফাইভার (Fiverr)




বর্তমান সময়ে জনপ্রিয়  কয়েকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মধ্যে খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো ফাইবার। ফাইবারের এত জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক ছোট ছোট প্রজেক্ট যা খুব দ্রুত একজন নতুন ফ্রিল্যান্সার পেয়ে থাকে।




এখানে ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, লিট জেনারেশন  ইত্যাদি কাজ পাওয়া যায় । এখানে কাজ পাওয়ার জন্য একজন ফ্রিল্যান্সারকে তার দক্ষতা অনুযায়ী গিগ খুলে রাখতে হয় ।






আপওয়ার্ক (Upwork)




বর্তমান সময়ের  সবচেয়ে বেশি সিকিওর এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের হল আপওয়ার্ক এখানে প্রফেশনাল অনেক বায়ার থাকে যে কারণে অল্প কাজ জেনে এখানে কাজ করা খুব কঠিন।


 তাছাড়াও এখানে  একজন ফ্রীলান্সার কে নিজেই কাজ খুঁজে বের করতে হয় ও  কাজে আবেদন  করতে হয়।




ফ্রিল্যান্সার.কম (Freelancer.com)




ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে পুরনো একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো  ফ্রিল্যান্সার ডটকম।এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি গত ১৫ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়ে সারা বিশ্বের ফ্রিল্যান্সার দের।



পিপল পার আওয়ার  (People Per Hour)


বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতের আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো পিপল পার আওয়ার। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সব ধরনের দক্ষতা ভিত্তিক কাজ পাওয়া যায়।



ক্লিকার পেইড (Clicker Paid)


বর্তমান ফ্রিল্যান্সিং জগতে রিমোট জব ভিত্তিক ওয়েবসাইট হলো ক্লিকার পেইড। এই ওয়েবসাইটে অনেক ধরনের রিমোট জব পাওয়া যায় ।



টপিটাল (Toptal)




ফ্রিল্যান্সিং জগতের আরেকটি ওয়েবসাইট হল মার্কেটপ্লেস হলো এটি। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সব ধরনের দক্ষতা ভিত্তিক কাজ পাওয়া যায়।






সিম্পল হায়ার্ড (Simply Hired) 




বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টরে আরেকটি অন্যতম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হল এটি এখানেও যোগ্যতার ভিত্তিতে বা একজন  ফ্রিল্যান্সারের দক্ষতার ভিত্তিতে অনেক ধরনের কাজ পেয়ে থাকে।




গুরু (Guru)




বর্তমান সময়ের আরেকটি  জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা মার্কেটপ্লেস হলো এটি, এখানে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এবং ডাটা এন্ট্রি ইত্যাদি অনেক ধরনের দক্ষতা ভিত্তিতে একজন ফ্রিল্যান্সার কাজ পেয়ে থাকে।