বর্তমান সময়ের জনপ্রিয় ফ্রিল্যান্সিং দক্ষতা গুলো কি কি?

বর্তমান সময়ের জনপ্রিয়  ফ্রিল্যান্সিং দক্ষতা গুলো কি কি? (What are the popular freelancing skills today)

বর্তমান সময়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং দক্ষতা গুলো জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?


ফ্রিল্যান্সিং কি? (What is freelancing)


ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা ব্যাপক অর্থে বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো  ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপ ডেক্সটপ অথবা কম্পিউটারের মাধ্যমে কোন কোম্পানি বা ব্র্যান্ডের হয়ে যে কাজগুলো সঠিকভাবে সম্পাদনা করা হয় তাকেই মূলত  ফ্রিল্যান্সিং বলা হয়। এখন বলা যাক বর্তমান সময়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং দক্ষতা গুলো নিয়ে


বর্তমান সময়ের জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কয়েকটি ফ্রিল্যান্সিং  দক্ষতা হল: 


গ্রাফিক্স ডিজাইন ,ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং,  ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এন্ড্রয়েড অ্যাপ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি


গ্রাফিক্স ডিজাইন কি? (What is graphic design)


গ্রাফিক্স ডিজাইন হল কোন একটি সৃজনশীল ধারণাকে বা সৃজনশীল চিন্তা ভাবনা কে নকশাতে রূপান্তরিত করা যেমন  লেখা থেকে ছবি এবং যেকোন তথ্যকে ছবিতে রূপান্তর করা


ডিজিটাল মার্কেটিং কি? (What is digital marketing)


ডিজিটাল মার্কেটিং হল অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন,, সোশ্যাল মিডিয়া, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মাধ্যমে যে কোন ধরনের পণ্য বা সেবা প্রচার করা



ভিডিও এডিটিং কি? (What is video editing)


ভিডিও এডিটিং হল অনেক ধরনের সফটওয়্যার বা টুলস ব্যবহার করে যে কোন ভিডিও বা ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। সফটওয়্যার গুলো হল (Adobe,, Cap Cut, Canva) ইত্যাদি



ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি ? (What is website design and development)


ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট হল ওয়েবসাইটের প্রধান দুইটি ধাপ যার মাধ্যমে একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ রূপ ফুটে উঠে। 



ওয়েব ডিজাইন কি ? (What is web design)



ওয়েবসাইট ডিজাইন হল ওয়েব সাইটে যে বাহিরের অংশ সুন্দরভাবে ডিজাইনের মাধ্যমে ফুটে তোলা হয় তাকে ওয়েব ডিজাইন বলা হয়। 



ওয়েব ডেভেলপমেন্ট কি? (What is web development)



ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হল ওয়েবসাইটের ভিতরের যে প্রোগ্রামিং সিস্টেমগুলো কোডিং করে তৈরি করা হয় তাকেই মূলত ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। 



অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন ও ডেভলপমেন্ট কি? (What is Android App Design and Development)



অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন ও ডেভলপমেন্ট হল এন্ড্রয়েড অ্যাপ এর প্রধান দুইটি ধাপ, যার মাধ্যমে একটি অ্যান্ড্রয়েড অ্যাপের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়। 




অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন কি অথবা কাকে বলে? (What is Android app design)


অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন হল: একটি এন্ড্রয়েড অ্যাপের বাহিরের যে পূর্ণরূপ  যা সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয় তাকে এন্ড্রয়েড অ্যাপ ডিজাইন বলা হয় অ্যাপ। 



অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কাকে বলে? (What is Android App Development)



অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট হল একটি অ্যাপের ভেতরের যে অবকাঠামো প্রোগ্রামিং এর মাধ্যমে সুন্দরভাবে কোডিং করে তৈরি করা হয় তাকেই মূলত এন্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট বলা হয়। 




ডাটা এন্ট্রি কি বা কাকে বলে? (What is data entry)



ডাটা এন্ট্রি হল কোন তথ্য বা ডকুমেন্ট সুন্দর করে গুছিয়ে রাখা।  ব্যাপক অর্থে বলতে গেলে কোন তথ্য বা ডকুমেন্ট কোন একটি জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখাকে  ডাটা এন্ট্রি বলা হয়।  ডেটা এন্ট্রির কাজ করতে পরবর্তী পৃষ্ঠায় যান।



                     NEXT PAGE