ব্লগিং কি? আমি কিভাবে ব্লগিং শিখে ক্যারিয়ার তৈরি করব? (What is blogging? How can I learn blogging and make a career out of it)


ব্লগিং কি? আমি কিভাবে ব্লগিং শিখে ক্যারিয়ার তৈরি করব? (What is blogging? How can I learn blogging and make a career out of it)




অনলাইনে ক্যারিয়ার তৈরি করার কথা মাথার মধ্যে আসলে সর্বপ্রথম মনে হয় ব্লগ (blog) ব্লগিং (Bloging) এর কথা । কারণ এই ব্লগিং হলো এমন একটি সিস্টেম যা অনলাইনে ক্যারিয়ার অনেক সহজ করে দেয়। তাই আসুন এখন জানি যে ব্লগিং (Bloging) কি বা ব্লগ (Blog) কি?




ব্লগিং (Bloging) কি বা ব্লগ (Blog) কি?




ব্লগ বা ব্লগিং হলো এমন একটি ওয়েবসাইট, যেখানে ডায়েরি আকারে বর্তমান সময়ে মানব জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে  থাকা বাস্তব কিছু বা কাল্পনিক, সাহায্য মূলক কিংবা বিনোদনমূলক, ছন্দ কিংবা কবিতা সবকিছুর সমাহার থাকে তাকে ব্লগ বা ব্লগিং বলে । 




আর এই ব্লগিং(Bloging) এর সঙ্গে আরেকটি কথা সংযুক্ত আছে সেটা হল ব্লগার (Blogger)। এখন জানা যাক ব্লগার (Blogger) কি ? কোন একজন ব্যক্তি যে ব্লগটি লিখে বা পাবলিশ করে তাকে মূলত ব্লগার বলা হয় । 




ব্লগ কত প্রকার ও কি কি? (What are the types of blogs and what are they)




প্রকারভেদের দিক থেকে ব্লগ কে ভাগ করা খুব কঠিন কারণ ব্লগ  অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে নিচে কয়েকটি নিয়ে ব্যাখ্যা করা হলো:




1. ব্যক্তিগত ব্লগ (Personal blog) 




ব্যক্তিগত ব্লগ হলো এমন একটি ব্লক যেখানে একজন ব্লগার তার জীবনে ঘটে যাওয়া বা তার ব্যক্তিগত ভাবে যে ব্লগ লেখে তাকে ব্যক্তিগত ব্লগ বা(Personal blog) বলে  । 




2. ব্যবসায়িক ব্লগ (Business Blog)



ব্যবসায়িক ব্লগ বা (Business Blog) হলো  একজন ব্লগার ব্যবসায়িক কাজের জন্য যে ধরনের ব্লগ বা আর্টিকেল পাবলিশ করে তাকে ব্যবসায়িক ব্লগ বলা হয়  । এই ধরনের  ব্লগ  গুলো কোন কোম্পানি বা  পণ্য নিয়ে লেখা হয় । 




3. নিউজ ব্লগ (News Blog)



নিউজ ব্লগ হলো বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনার উপর তৈরি করে যে ধরনের ব্লগ বা আর্টিকেলগুলো পাবলিশ করা হয় তাকে নিউজ ব্লগ বলা হয়।  এই ধরনের ব্লগ  গুলো তৈরি করে একের অধিক লোকের প্রয়োজন  হয়।  




4. ফুড ব্লগ (Food Blog)



বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর  উপর ভিত্তি করে যে ধরনের ব্লগ বা আর্টিকেল লেখা হয় তাকেই মূলত ফুড ব্লগ বলা হয়।  বর্তমান সময়ের জনপ্রিয় একটি ব্লগ হলো এটি। 



5. এফিলিয়েট ব্লগ (Affiliate Blog)



এফিলিয়েট ব্লগ হল একজন ব্লগার যখন কোন প্রোডাক্ট কিংবা সার্ভিস অথবা কোন কোম্পানির  রেফারেন্সে  যে ধরনের ব্লগ  বা আর্টিকেলগুলো লেখে  সার্ভিস সেল করে কমিশন গ্রহণ করে তখন তাকে  এফিলিয়েট  ব্লগ  বলে  । 



6. রিভিউ ব্লগ (Review Blog)



রিভিউ ব্লগ হলো একজন ব্লগার যখন কোন কোম্পানি কিংবা কোন প্রোডাক্ট নিয়ে তার আর্টিকেলে সেই প্রোডাক্ট কিংবা কোম্পানির ভালো কিংবা খারাপ দিক তুলে ধরে তখন তাকে রিভিউ ব্লগ  বলা হয়। 



7. ট্র্যাভেল ব্লগ (Travel Blog)



একজন ব্লগার যখন বিভিন্ন জায়গা ভ্রমণ করার পর কিংবা ভ্রমণ করার সময় যে ধরনের ব্লগ  বা আর্টিকেলগুলো লেখে বা পাবলিশ করে তখন তাকে ট্রাভেলিং বা ভ্রমণ ব্লগ  বলে। 



8.  সচেতনতা মূলক ব্লগ (Awareness blog)



এই ধরনের ব্লগ  গুলো স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনের সুরক্ষার নানা বিষয় নিয়ে তৈরি করা হয়।  এই ধরনের ব্লগ গুলো বা আর্টিকেলগুলো একজন ব্লগার মানুষের সুরক্ষার জন্য লিখে থাকে ।  তাই এই ধরনের ব্লগগুলোকে সচেতনতা মূলক ব্লগ বলা হয় । 




ব্লগিং নিয়ে আপনার ক্যারিয়ার তৈরি করতে হলে এই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম জানতে হবে।  এই ধরনের ব্লগগুলো থেকে আয়ের মাধ্যম হলো গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, কিংবা  কোন কোম্পানি বা প্রোডাক্ট এর রিভিউ ইত্যাদি । ব্লগিং সম্পর্কে বিস্তারিত  পরবর্তী পৃষ্ঠায় ।




                                               পরবর্তী পৃষ্ঠায়